শাহজালালের পুন্যভূমি সিলেটের বিয়ানীবাজার কাঁঠাল , আনারসে সুশোভিত একটি ঐতিহ্যবাহী জনপদ । এখানে জন্ম নিয়ে অনেক জ্ঞানী - গুণী ব্যক্তি দেশ - বিদেশে প্রতিষ্ঠিত হয়ে বিয়ানীবাজার তথা মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । জনাব নুরুল ইসলাম নাহিদের মত সফল শিক্ষামন্ত্রীর জন্ম এ বিয়ানীবাজারেই । আদর্শ শিক্ষা দানের প্রত্যয় নিয়ে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত আল - ফালাহ্ একাডেমী আজকের বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যায়ের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানের শোভালগ্নে আল্লাহপাকের শুকরিয়া আদায় করছি । বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । যাদের আত্মত্যাগ ও ঘাম ঝরানো অর্থের ঋণে নিজস্ব ভূ - খন্ডে সুউচ্চ প্রাসাদে জামেয়ার এ অবস্থান অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে । তাদের আত্মার মাগফেরাত এবং জীবিতদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি । পৌর শহর বিয়ানীবাজার , মাথিউরা ও মুল্লাপুর ইউনিয়নের জনশূন্য সংযোগ স্থলটি জামেয়ার আগমনে পরিণত হয়েছে জনস্রোতে । অনেক প্রতিকূলতার মধ্যে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম , এলাকাবাসী ও অভিভাবকদের সর্বাত্তক সহযোগিতায় জামেয়া তার স্বকীয়তা বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে । বর্তমান শিক্ষা বান্ধব সরকারের ৫২ ব্যাটালিয়ান ( বিজিবি ) এর পদচারণে এলাকাটি পর্যটনে রূপ নিয়েছে এবং জামেয়ার জ্ঞানের প্রদীপ বাংলার ঘরে ঘরে আলো ছড়াতে সক্ষম হচ্ছে । ‘৩০ বছর পূর্তি’কে সফল ও স্বার্থক করতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের জানাই কৃতজ্ঞতা । জনগণের অনুদানে পরিচালিত এ বিদ্যাপীঠটি সরকারি অনুদান ( এম.পিও ভূক্ত ) পেলে আধুনিক ‘ ডিজিটাল বাংলাদেশ ’ গড়তে আরও দ্রুততার সাথে সক্রিয় ভূমিকা পালনে সচেষ্ট হবে । “ ৩০ বছর পূর্তি ’ অনুষ্ঠান সফল ও স্বার্থক হউক । জামেয়ার চলার পথ হউক সহজ ও কুসুমাস্তীর্ণ।